খাগড়াছড়ি

খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর। চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এ শহরটি অবস্থিত। এ শহরটি খাগড়াছড়ি জেলা ও খাগড়াছড়ি সদর উপজেলার প্রশাসনিক সদরদপ্তর। এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় শহর। এর আয়তন ৬৩.৩০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৬৯,৪৩৪ জন। এটি খাগড়াছড়ি পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা দ্বারা পরিচালিত হয়। শহরের একমাত্র যোগাযোগের উপায় সড়কপথ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর যথাক্রমে এ শহরের সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর। শহরটি সমুদ্র সমতল থেকে ৪৭ মিটার উচ্চতায় অবস্থিত। এ শহরটির আবহাওয়া গরম ও আর্দ্র জলবায়ু বিশিষ্ট।
১। আয়তনঃ ২,৬৯৯.৫৬ বর্গ কি.মি.।

২। নির্বাচনী এলাকাঃ ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি।

৩। সংসদীয় আসনঃ ০১টি।

৪। উপজেলাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড়)।

৫। থানাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড়)।

৬। পৌরসভাঃ ৩টি (খাগড়াছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা)।

৭। ইউনিয়নঃ ৩৮টি।

৮। মৌজাঃ ১২১টি।

৯। গ্রামঃ ১,৭২৩ টি।

১০। জনসংখ্যাঃ তথ্য সূত্রঃ (২০২২ এর জনশুমারী ও গৃহগননা প্রাথমিক সমীক্ষা অনুযায়ী )

মোট জনসংখ্যা ৭১৪,১১৯ জন (পুরুষ- ৩৫৭,৪০৬ জন, মহিলা- ৩৫৬,৪৭৭ জন, হিজড়া ৫১ জন, মোট লিঙ্গ বিভাজন ৭১৩,৯৩৪ )

(ক) উপজাতি- ৩৪৯,৩৭৮ জন (পুরুষ ১৭২,৬৬৭, মহিলা ১৭৬,৭১১ , শতকরা হার ২১.১৭ ) । [চাকমা- , মারমা- , ত্রিপুরা- , অন্যান্য- ] (সম্প্রদায় ভিত্তিক লোক সংখ্যার তালিকা ২০২২ এর জন শুমারী ও গহ গণনা প্রাথমিক সমীক্ষা রিপোর্ট হতে তথ্য পাওয়া যায়নি)

(খ) অ-উপজাতি- ৩৬৪,৭৪১ জন ।

১১। জনসংখ্যা ঘনত্বঃ প্রতি বর্গ কিলোমিটারে ২৬০ জন।

১২। শিক্ষার হারঃ ৪৪.০৭% (পুরুষ-৫৪.১৯%, মহিলা-৩৩.৬২%)।

১৩। প্রাথমিক বিদ্যালয়ে গমনের হারঃ৮৩%।

১৪। শিক্ষা প্রতিষ্ঠানঃ ৫৪৭টি।

(ক) সরকারি কলেজ-০৭টি, বেসরকারি কলেজ-১০টি ।

(খ) উচ্চ বিদ্যালয়-৭৭টি (সরকারি-৫টি ও বেসরকারি-৭২টি)।

(গ) সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৬৫৩টি (সরকারি-৫৭৬টি ও বেসরকারি-৭৭টি)।

(ঘ) কিন্ডার গার্টেন-৩৯টি।

(ঙ) মাদ্রাসাঃ আলীয়া মাদ্রাসা ১০টি, কাওমী মাদ্রাসা ২৬টি, মহিলা মাদ্রাসা ০৫টি, দাখিল মাদ্রাসা ০৫টি, নুরানী/ইবতেদেয়ী ১১ টি ।

(চ) এবতেদায়ী মাদ্রাসা-১১টি।

(ছ) অন্যান্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান- মসজিদ ৫৩৯টি, হিন্দু মন্দির ৩৭২টি, বৌদ্ধ মন্দির ৫৩৭টি, গীর্জা ৮৩ টি, ঈদগা ৭৬ টি।

(জ) কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়-০১টি।

(ঝ) টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট-০১টি।

(ঙ) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-০১টি।

১৫। ধর্মীয় উপাসনালয়ঃ ৭৫১টি। (ক) মসজিদ-৫৩৯টি। (খ) বৌদ্ধ মন্দির (ক্যাং)-৫৩৭টি। (গ) হিন্দু মন্দির-৩৭২টি। (ঘ) গীর্জা-৮৩টি।

১৬। গুচ্ছগ্রাম ও ভারত প্রত্যাগত শরণার্থীঃ

(ক) ১। গুচ্ছগ্রামের সংখ্যা-৮১টি।

২। গুচ্ছগ্রামে বসবাসরত পরিবার-৫৩,৮৫৫টি।

৩। গুচ্ছগ্রামে রেশন কার্ডধারী পরিবার-২৬,২২০টি।

৪। রেশন কার্ডবিহীন পরিবার-২৭,৬৩৫টি।

৫। গুচ্ছগ্রামে বসবাসকারী জনসংখ্যা-২,১২,১৬৫জন।

(খ) ১। ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবার-১২,১৭০টি।

২। রেশন কার্ডধারী পরিবার-১২,১৭০টি।

৩। ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীর সংখ্যা-৬৪,৩৩৪জন।

১৭। খাস জমি সংক্রান্তঃ

(ক) মোট খাস জমির পরিমাণ-৩,০৫,৯৬৫.৭৩ একর।

(খ) বন্দোবস্তকৃত জমির পরিমাণ-১,৮০,২৭৯.৬২ একর।

(গ) বর্তমানে খাস জমির পরিমাণ-১,২৫,৬৮৬.১১ একর।

১৮। সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃ

(ক) সিনেমা হল-০১টি।

(খ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট-০১টি।

(গ) শিশু একাডেমি-০১টি।

(ঘ) শিল্পকলা একাডেমি-০১টি।

১৯। স্টেডিয়ামঃ ০১টি (জিমনেসিয়ামসহ)।

২০। প্রেস ক্লাবঃ ০৪টি।

২১। জেলা কারাগারঃ ০১টি।

২২। দর্শনীয় স্থানঃ

আলুটিলা পাহাড়ের রহস্যময় সুড়ঙ্গ;

নুনছড়ি মৌজার দেবতা পুকুর;

রিছাং ঝর্ণা;

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *